- আসসালামু আলাইকুম,
বন্ধুরা সবাই কেমন আছো, আশা করি অনেক ভাল আছো। কিন্তু হয়তো HSC পরিক্ষার্থী অনেকেই ভাল নেই।
তো বন্ধুরা, আজকের আলোচিত বিষয় HSC দের নিয়ে। তো বন্ধুরা আজকে তোমাদের কিছু বিভ্রান্তি মুক্তি দেব ইনশাল্লাহ।
আজকের টপিক হলো কোন বিষয়ে কত পেলে পাস।
তোমরা অনেকেই চিন্তার মধ্যে আছো যে আমার ১ম পত্রে খারাপ হইছে , হইতো আমি পাস করতে পারব না।
আসলে মুল বিষয় হলো একটি বিষয়ে ভাল রেজাল্ট না হলে অন্য ২য় পত্র দিয়ে সেটি পুরন করা যায়।
তো বন্ধুরা আজকে আমি তোমাদেত সামনে সেই বিষয়টি তুলে ধরব।
যারা নৈব্যর্ত্তিক প্রথম পত্রে খারাপ করেছো, আমি তাদের কে বলব তোমরা নিশ্চিত ভাবে পরিক্ষা দাও। তোমরা কোন চিন্তা করোনা।
আর আমি মনে করি তোমরা অবশ্যই ভাল ফলাফল অর্জন করবে ইনশাআল্লাহ্।
তাই তোমরা মন দিয়ে পড়া শোনা করো। কারন এর মধ্যেই তোমাদের ভবিষ্যৎ লুকিয়ে আছে।
এবার তোমরা দেখে নেও কোন বিষয়ে কত পেলে পাস।
বন্ধুরা এটা কিন্তু আগে থেকেই নিয়ম টা ছিল না। এটা করা হইছে ২০১৭ সাল থেকে।
তোমাদের পুরোনো ব্যাচেরা বলতে পারে এমন নিয়ম নয়। তাহলে তারা ভুল বলছে। কারন যারা ২০১৬ তে পরিক্ষা দিয়েছিল তাদের নিয়ম ছিল আলাদা আলাদা পাস। আর আমি তোমাদের ধোকা দেওয়ার জন্য আসিনি। আমি এসেছি তোমাদের ভুল ভাঙানো র জন্য।
তাই তুমি কারো দিকে না তাকিতে আল্লাহর উপর ভরসা রেখে এখনই ইয়াজে নেমে পড়। ইনশাল্লাহ সফল হবে।
তো বন্ধুরা আশা করি তোমাদের ভুল ভাংছে। সুতরাং তোমরা এখন পড়ায় মন দাও।
বর্তমানে ফেইসবুকে অনেকেই না জেনে তোমাদের বিভ্রান্ত করছে। এতে পরিক্ষার্থীর মনে অন্য রকম আঘাত হানবে। তাই তোমরা কোথাও কারো কথায় কান না দিয়ে কাজে নেমে পড়।
এখনি সংশোধন এর সময়। পরে কিন্তু আর চেষ্টা করেও তুমি সামনের দিকে পথ চলতে পারবে না। তাই তোমাদের প্রতি আমার আকুল আবেদন, তোমরা এখন সময় নস্ট করো না। অজথা ফেইসবুকে সময় নস্ট করো না। অনেক সময় হবে ফেইসবুক চালানোর। কিন্তু এই সময় নস্ট করলে পরবর্তী তে তোমরা সময় পকবে না। তাই তোমরা সময়ের স্বদ ব্যবহার করো।
তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ধন্যবাদ। সবাইকে
