Sunday, February 3, 2019

Rich vs Poor Differences | ধনী ও গরিব লোকের চিন্তার পার্থক্য

তোমাদের সবাইকে অভিনন্দন DarkZoon.com ওয়েবসাইটে।
বন্ধুরা আজ আমি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে কথা বলব। সেটি হলো ধনী লোকের চিন্তা সম্পর্কে।



তার আগে আপনাদের একটা গল্প বলি, কিছুদিন আগে আমি আর আমার বন্ধু কোথাও যাচ্ছিলাম ।রাস্তায় হঠাৎ করে একজনের হাতে আইফোন এক্স দেখতে পাই। সেটি দেখে আমার বন্ধু ফোনটির খুবই প্রশংসা করতে লাগল। তারপর আমি তাকে বললাম তুই একদিন এর থেকেও ভালো দামি মোবাইল ইউজ করবি। সেটা শোনার পর পর সমস্ত আনন্দ শেষ হয়ে গেল। আর সে বলল নারে বন্ধু আমার অতটা যোগ্যতা নেই যা কোনদিন হবে না সেটিকে ভেবে ফালতু টাইম লস করে কি লাভ। তখন তাকে আমার অনেক কিছু বলার ছিল। কিন্তু বলিনি কারণ আমার মনে হয়েছিল এটি সঠিক সময় নয়। সেই সমস্ত কিছুই আজ আপনাদের বলব যা আমি আমার বন্ধুকে বলতে চেয়েছিলাম।

তো বন্ধুরা সবার প্রথমে বলি ধনী ব্যক্তিরা সবসময় বড় কিছু ভাবে আর গরিব ব্যক্তিরা সবসময় ছোট কিছু ভাবে। সব সময় বড় কিছু ভাবো তাহলে আপনার সাথে বড় কিছু হবে। আমি হান্ডেট পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার ওই ফ্রেন্ড এরকম চিন্তা নিয়ে থাকে, তাহলে জীবনে সে কখনোই এরকম দামি মোবাইল ইউজ করতে পারবেনা। কারণ জীবন আপনাকে ততটাই দেবে আপনি যতোটা জীবনের কাছ থেকে চাইতে পারবেন। মানে আপনি যদি ভাবেন আমার মোটামুটি একটা লাইক পেলেই হবে। তাহলে জীবন ও আপনাকে মোটামুটি একটি লাইক দেবে, হতে পারে তার থেকেও কম। কিন্তু আমার ওই বন্ধুটির মতই আমরাও আমাদের জীবনের চারপাশে একটি ঘড়ি তৈরি করে দিয়েছে। যার বাইরে আমরা ভাবতে পর্যন্ত রাস্তায় কোনো দামি গাড়ি দেখলে আমরা ভাবি এটিকে কেনা আমাদের সাধ্যের বাইরে। কোন বড় বাড়ি দেখলে ভাবি এরকম বাড়িত আমি সপ্নেও কল্পনা করতে পারি না।

এইরকমই আপনি যদি আপনার স্বপ্ন দেখে একটা গণ্ডির মধ্যে আটকে রাখেন। তাহলে বাস্তব জীবনে কখনো সেটা কে পার করতে পারবে না। কিন্তু সত্যিটা হলো প্রতিটি মানুষের মধ্যে এতটা ক্ষমতা থাকে, সে চাইলে সারা বিশ্বকে পরিবর্তন করতে পারে। যেখানে একটি মোবাইল বাড়ি গাড়ি খুবই সামান্য কিছু।

বন্ধুরা যে কোন কিছু তখন ইম্পসিবল হয় যখন আপনি সেটিকে ইম্পসিবল মনে করেন। তাই সব সময় বড় কিছু চিন্তা করুন। তাহলে আপনার জীবনে বড় কিছু হবে। কিছু লোক থাকে যখন আপনি তাদেরকে কোন ধনী লোকের কথা বললে সে বলবে এরা সবাই খারাপ এরা 2 নম্বর কাজ করেছে, মজার বিষয় হলো এই রকমের কথা গুলি করে থাকে।
কারণ তারা মনে করে সঠিক রাস্তায় কেউ ধনী হতে পারে না। সম্পূর্ণ মিথ্যা অন্যদিকে এবং তার কাছ থেকে কিছু শেখে আর নিজেও ধনী হবার চেষ্টা করে। তাই বন্ধুরা সফল ব্যক্তির জন্য খারাপ কিছু মন্তব্য না করে তাকে দেখে কিছু শিখুন। নিজেকে বলুন যদি পারেন তাহলে আমিও পারবো সবশেষে বলবো ধনী লোকেরা সব সময় নতুন কিছু শেখার জন্য রেডি থাকে। অন্যদিকে সবথেকে বড় পার্থক্য আপনি যদি জীবনে সাফল্য চান, তাহলে আমি সব জানি সব সময় নতুন নতুন কিছু শিখতে থাকুন।