আজকের টিউটোরিয়ালের বিষয় হলো কিভাবে ৬০ দিন হওয়ার আগে কিংবা যখন খুশি তখন নাম পরিবর্তন করবেন?
আমি আপনাদের সামনে আছি মোঃ ফারুক আহমেদ।
তো বন্ধুরা অনেক সময় দেখা যায় যে নাম পরিবর্তন করার সময় নামের ভুল থাকে, কি আপনি আপনার নাম না খেয়াল করেই সাবমিত দিয়ে দেন এতে করে আপনার নামের ভুল হয়ে যায়। তখন আপনি কি করবেন? কিংবা আপনি একটা নাম দিলেন যেটা কিছু দিন পর আর ভাল লাগছে না। তখন আপনি কি করবেন?
এর জন্যে ফেইসবুক আপনাদের জন্য একটা সুযোগ করে দিয়েছে। যাতে আপনার ফেইসবুক নাম ভুল হলে পরিবর্তন করা যায়।
তো বন্ধুরা শুরু করা যাক কিভাবে ফেইসবুকের নাম যখন খুশি তখন পরিবর্তন করা যায়।
১. প্রথমে আপনি আপনার একাউন্ট এর Settings & privacy তে যান।
২. এর পর General এ ক্লিক করুন।
৩. এর পর আপনার name এর উপর ক্লিক করুন।
৪. এর পর নিচের দিকে দেখুন learn more লেখা আছে, সেখানে ক্লিক করুন।
৫. এর পর দেখুন লেখা আছে Let as Know এখানে ক্লিক করুন।
৬. এর পর দেখুন আপবার নাম দেওয়ার অপশন আসছে। সেখানে আপনার পছন্দ মত নাম দিন।
৭. এর পর নিচের দিকে legal name change এ ক্লিক করুন।
৮. এর পর Submit Your id এখানে আপনার বর্তমান যে প্রোফাইল পিকচার আছে সেটা দিয়ে দিন।
৯. এর পর Submit এ ক্লিক করুন।
এবার আপনার কাজ শেষ, ২৪ ঘন্টার ভিতরে আপনার ফেইসবুক নেম পরিবর্তন হয়ে যাবে।
বন্ধুরা যদি টিউটোরিয়াল ভাল লেকে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।
আর বন্ধুরা, একটি কথা আমার এই টিউটোরিয়াল এ কোন ভুল থাকলে আমাকে জানাবেন, আমি সেটা ঠিক করে দেব। আমি তেমন কিছু জানি না যা জানি তা আপনাদের মাঝে শেয়ার করি।
আর কোন প্রকার ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
আজকে এই পর্যন্ত, পরের টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের বিশেষ ভাবে জানানো হলো। আপনারা সবাই আমন্ত্রিত।
