Wednesday, September 12, 2018

অনলাইনে ইনকাম করার অন্যতম পদ্ধতি

বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক ভাল আছো, আজকের টিউটোরয়ালে অনলাইনে ইনকাম করার পদ্ধতি।

অনলাইনে ইনকাম করার অনেক পদ্ধতি আছে তার মধ্যে অন্যতম পদ্ধতি গুলো আলোচনা করার চেষ্টা করব।

ব্লগিং

আপনি যদি লেখা লেখি করতে পছন্দ করেন তাহলে আপনি ব্লগিং করতে পারেন।

আপনি কিভাবে ব্লগিং করবেন?
ব্লগিং করার জন্য প্রথমে আপনাকে একটি ওয়েবসাইটের প্রয়োজন হবে। ওয়েবসাইটে আপনাকে প্রতিনিয়ত পোস্ট করতে হবে।

আপনি কি ধরনের পোস্ট করবেন?
আপনার পোস্ট ২৫০ শব্দের উপরে হতে হবে। আর ১০০০ শব্দের বেশি হলে আরো ভাল হয়।

এখন কথা হল আপনি কেমন ধরেনের পোস্ট লিখবেন?
পোস্ট টেকনোলোজি ও এডুকেশন বিষায়ক হলে খুব ভাল হয়।

এখন কথা হলো আপনি ওয়েবসাইট তৈরি করলেন,  পোস্ট ও করলেন টাকা ইনকাম হবে কিভাবে?

টাকা ইনকাম করার জন্য আপনার প্রয়োজন হবে গুগল এডসেন্স।
গুগল এডসেন্স টা কি? গুগল এডসেন্স হলো গুগলের এড নেটওয়ার্ক এজেন্সি।
গুগল এডসেন্স এর এড আপনার ওয়েবসাইটে লাগিয়ে আপনি টাকা ইনকাম করতে পারেন।

গুগল এডসেন্স কিভাবে পাবেন? গুগল এডসেন্স পাওয়ার জন্য আপনার ওয়েব সাইটে পর্যাপ্ত পরিমান পোস্ট থাকতে হবে। যেমন মিনিমাম ২০ টা পোস্ট এবং ১০০০ শব্দের পোস্ট হলে খুব ভাল হয়। তাহলে এক চান্সেই আপনি গুগল এডসেন্স পাবেন।

এখন জানার বিষয় আপনি কিভাবে গুগলে এডসেন্স এ আবেদন করবেন?
গুগল এডসেন্স এ আবেদন করতে হলে আপনাকে প্রথমে https://www.google.com/adsense এই লিংক এ প্রবেশ করতে হবে।
তার পর আপনার ভোটারের তথ্য অনুযায়ী আপনার ডিটেলস দিন।  অর্থাৎ আপনার নাম ঠিকানা যেন আপনার স্মার্ট কার্ড অনুযায়ী হয়। কারন গুগল আপনাকে আপনার ঠিকানায় চিঠি পাঠাবে। তার পর আপনার ওয়েবসাইটের লিনক দিন। এর পর সাবমিট করার পর আপনাকে এড কোড আপনার ওয়েব সাইটে এড করতে বলবে।  আপনি কিভাবে ওয়েবসাইট এ এড কোড যুক্ত করবেন?
প্রথমে আপনার ওয়েবসাইটে যান,  তার পর আপনি টেম্পলেট এডিট অপশনে যান,  এর
ট্যাগ
এর নিচে আপনি কোড গুলো যুক্ত করুন।
এর পর গুগল তিন দিনের মধ্যে আপনাকে জানাবে আপনি এডসেন্স পাবেন কি না।

ইউটিউব

আপনি যদি ভাল ভিডিও তৈরি করতে পারেন, তাহলে youtube আপনাকে অনেক টাকা ইনকাম করতে সাহায্য করবে।
কিন্তু ভিডিও টা অবশ্যই নিজের তৈরি হতে হবে। কোন কপিরাইট ভিডিও দেওয়ার চিন্তা ভাবনা মাথায় আনবেন না।
কপিরাইট ভিডিও কি?
কোন লোক ইউটিউব এ কোন ভিডিও আপ্লোড করেছে এবং আপনি ওই ভিডিও এডিট করে আবার আপ্লোড করছেন। এতে করে আপনার ইউটিউব চেনেল টা ব্যান হয়ে যেতে পারে।
তাই কপিরাইট  ভিডিও দেওয়া থেকে বিরত থাকুন।
তবে ইউটিউব এর একটা শর্ত আছে,  আপনার ভিডিওর অবশ্যই ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে তবেই আপনি আপনার চেনেল টি মনিটাইজ করতে পারবেন।  ইউটিউব থেকে মাসে অনেক টাকা ইনকাম করা সম্ভব।

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং থেকে বড় ধরনের আয় করতে পারবেন। কারন এফিলিয়েট টাকা ইনকাম হলে বড় অংকের টাকা ইনকাম হয়।
এফিলিয়েট টা আসলে কি?
এফিলিয়েট হলো কোন কোম্পানির প্রোডাক্ট যদি আপনি বিক্রয় করতে পারেন তাহলে আপনি তার থেকে কিছু টাকা কমিশন পাবেন।  এভাবে আপনি যত প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন আপনি তত টাকা ইনকাম করতে পারবেন।
বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এফিলিয়েট প্লাটফর্ম হচ্ছে আমাজন।
আমাজনে সব ধরনের প্রোডাক্ট আছে, আপনার ইচ্ছা মত আপনি কাজ করতে পারবেন। তবে বাংলাদেশিদের জন্য আমাজনে একাউন্ট তৈরি করা অনেক ঝামেলার।
এ ছাড়া ও আরো অনেক মার্কেট প্লেস আছে যাতে আপনি কাজ করতে পারেন। যেমন; এডসেন্টার, ক্লিকব্যাংক, আফফর্স, আলিএক্সপ্রেস মিডিয়াহপ এ ছাড়াও আরো অনেক মার্কেট প্লেস আছে যাতে আপনি কাজ করতে পারেন।

তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত আগামি টিউটোরিয়ার আমন্ত্রন রইল।
সবাই কে ধন্যবাদ