Sunday, December 9, 2018

একাধিক Facebook Account ব্যবহার করুন 2018

হেলো বন্ধুরা, সবাই কেমন আছো আছা করি অনেক ভাল আছো।
আজকের টিউটোরিয়ালে আমি মোঃ ফারুক আহমেদ।
প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্ব পূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হইয়েছি।

বন্ধুরা বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোসাইল মিডিয়া হলো ফেইসবুক। আমরা কম বেশি সবাই ফেইসবুক ব্যবহার করে থাকি। আবার আমরা অনেকেই একাধিক Facebook Account ব্যবহার করি। কারন আমাদের তো বন্ধুদের সাথে মজা করতে অনেক ভাল লাগে, তাই হয়ত একটা ফেইক Facebook একাউন্ট খুলে, হয়ত আমরা বন্ধুদের বিরক্ত করি, ধোকা দি, আর একটু মজা নি আর কি।

আবার আমরা অন্য প্রয়োজনেও একাধিক Facebook Account ব্যবহার করে থাকি।

আমরা যারা ব্লগার, ইউটিউবার, ফ্রিল্যান্সার তারা হয়ত অনেক ভিজিটর পাওয়ার জন্য একাধিক ফেইসবুক একাউন্ট খোলেন।

তো বন্ধুরা আজকের টিউটরিয়ালে আমি আলোচনা করব। 
কিভাবে আপনি একাধিক Facebook Account ব্যবহার করবেন?

তো বন্ধুরা শুরু করা যাক।
আমাদেরকে একাধিক ফেইসবুক একাউন্ট তৈরি করার জন্য একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে।

সফটওয়্যার টির নাম হলো Lucky patcher

lucky patcher অ্যাপ টি আপনি প্লে স্টোরে পাবেন না। আপনি গুগলে সার্চ করে lucky patcher অ্যাপ টি ডাউনলোড করে নিবেন।

আর না হলে lucky patcher এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিবেন।

Download link: https://www..com/download

আপনারা এই লিনক থেকে lucky patcher অ্যাপ টি ডাউনলোড করে নিবেন।

বন্ধুরা আমরা Facebook Lite অ্যাপ ব্যাবহার করি। কারন আমাদের ডেটা খরচ অনেক কমায়।
তো বন্ধুরা আমাদের যদি একাধিক facebook account থাকে, তাহলে আমরা একটা একাউন্ট logout করে অন্যটি login করি, সে ক্ষেত্রে দেখা যায় এটা অনেক ঝামেলার বিষয়।

তাই বন্ধুরা আমাদের কে আরো facebook lite অ্যাপ তৈরি করে নিতে হবে। সেজন্যে আমাদের কে প্রথমে lucky patcher অ্যাপ টিতে প্রবেশ করতে হবে।

এর পর lite app টি খুজে বের করে নিয়ে lite এ ক্লিক করুন।

এর পর আপনি tools এ ক্লিক করুন।

এর পর দেখুন লেখা আছে clone application সেখানে ক্লিক করুন।

এরপরে Rebuild The App এ ক্লিক করুন।

এর পর দেখুন অ্যাপ টি এনালাইসিস হবে। 

এর পর go to file এ ক্লিক করুন। তার পর ইনিস্টল করে নিন।

এর পর আপনি আপনার স্ক্রিনে ২টা lite অ্যাপ দেখতে পাবেন।
আপনার যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে আপনি lite এই নাম টি পরিবর্তন করে নিতে পারবেন।

ধরুন আপনার একটা facebook account এর নাম আসিফ। তো আপনি lite এর জায়গায় আসিফ নাম টি পরিবর্তন করে নিবেন।

অ্যাপ এর নাম পরিবর্তন করার জন্য আপনাকে একটি সফটওয়্যার এর সাহায্য নিতে হবে।

সফটওয়্যার টির নাম App Editor pro
 অ্যাপ এর নাম পরিবর্তন করার জন্য আমাদের App Editor pro এই অ্যাপ টিতে প্রবেশ করতে হবে।

এর পর Select Apk from App এ ক্লিক করুন।

Select apk from app এ ক্লিক করার পর আপনি lucky patcher অ্যাপ দিয়ে যে অ্যাপ মডিফাই করেছেন, সেই অ্যাপ select করুন।
এরপর Common Edit এ ক্লিক করুন। Common Edit এ ক্লিক করার পর একটি ইন্টারফেস চলে আসবে।
এরপর নিচের দিকে প্রথমেই দেখুন Apk Name লেখা আছে Lite, তো এখান থেকে আপনি Lite নাম মুছে দিয়ে আপনার পছন্দমত একটি নাম দিয়ে দেবেন।

এর পর আপনি Save বাটনে ক্লিক করবেন। তার পর একটু পরে নিচের দিকে দেখুন Remove লেখা আছে সেখানে ক্লিক করুন। তার পর ok তে ক্লিক করুন। এর পর install ক্লিক করুন। এর পর দেখুন apk এর নাম পরিবর্তন হয়ে গেছে।

তো বন্ধুরা, আপনারা এইভাবেই একসাথে অনেক ফেইসবুক একাউন্ট ব্যবহার করতে পারেন।


আর যদি টিউটোরিয়াল বুঝতে না পারেন, তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।

আর বন্ধুরা, যদি টিউটোরিয়াল ভাল লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চেনেল টি সাবস্ক্রাইব করবেন।