Saturday, December 8, 2018

যারা ইংলিশ জানে না, তারা ইংলিশ না জেনেই ইংলিশে কথা বলতে পারবেন

বন্ধুরা সবাই কেমন আছেন, আশা করি অনেক ভাল আছেন। সবাকে সালাম আসসালামু আলাইকুম ও অন্যান্য ভাইদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

বাংলা আমাদের মাতৃভাষা তাই অন্যান্য ভাষা যেমন আরবি, ফারসি, ইংলিশ এসব ভাষার প্রতি আমাদের দুর্বল থাকবেই, এটাই স্বাভাবিক।

তো বন্ধুরা, যারা এখনো ইংলিশ বুঝিনা বা  লিখতে পারিনা,  তাদেরকে আমি এমন একটি সেটিং শেয়ার করব, যার মাধ্যমে আপনি খুব সহজেই ইংলিশে কথা বলতে পারবেন। আর আপনি বাংলা লিখবেন অটোমেটিক ইংলিশ হইয়ে যাবে। আর এটি খুব সহজেই পারবেন, যদি আপনি এই সম্পূর্ণ পোস্ট টি মনোযোগ সহকারে পড়েন।

তো বন্ধুরা, এখন আমি দেখাব ইংলিশ না জানার পরেই কিভাবে আপনি ইংলিশে কথা বলবেন বা চ্যাট করতে পারবেন?

আপনি বাংলা লিখবেন এবং তার কাছে অটোমেটিক ইংলিশ হইয়ে সেন্ট হবে।
তো বন্ধুরা এর জন্য একটি সফটওয়্যার এর প্রয়োজন হবে।

প্রথমে আপনি গুগল প্লেস্টোরে যাবেন এবং সার্চ করবেন Gboard লিখে।
তার পর দেখুন নিচের মত একটি সফটওয়ার চলে এসেছে। সেখান থেকে আপনি Gboard টি ইনিস্টল করে নিন। এটা মুলত গুগলের সফটওয়্যার।

এর পর আপনি Gboard টি ওপেন করুন। ওপেন করার পর আপনি ডান দিকে টানবেন এর পর দেখবেন done লেখা আছে সেখানে আপনি done করে দিন।

এর পর আপনি সেটিং এ যাবেন। তার পর দেখুন নিচের চিত্র অনুযায়ী Language এ ক্লিক করবেন। এর পর দেখুন Bangla অপশন চলে আসছে।  সেখান থেকে আপনি Bangla ( Bangladesh) করে দিন।।

এর পর আপনি নিচের চিত্র অনুযায়ী Advance  এ ক্লিক করুন। Advance  এ ক্লিক করার পর আপনি Share Snippets অপশন টি চালু করে দিন।

এর পর দেখুন আপনি যে Gboard টি চালু করেছেন সেটা এখনো কিবোর্ড হিসাবে আসেনি।  Gboard টি চালু করার জন্য আপনাকে যা করতে হবে তা হলো। আপনি যেখানে লিখবেন সেখানে যান। মনে করুন আমি whatsup এ যাব।

এর পর আপনি মেছেজ অপশনে যান। সেখানে গিয়ে দেখুন আপনার কিবোর্ড এর কোন পরিবর্তন হয়নি। পরিবর্তন করতে হলে আপনাকে যা যা করতে হবে তাহলো- আপনি আপনার ফোন উপরের দিক থেকে নিচের দিকে টানুন এর পর দেখুন Choose input method লেখা আছে সেখানে ক্লিক করুন। তার পর set up input method এ ক্লিক করুন। set up input method এ ক্লিক করার পর দেখুন Gboard এর অপশন চলে এসেছে সেখান থেকে আপনি Gboard এর অপশন টি চালু করে দিন। এর পর দেখুন আপনার Gboard টি কিবোর্ড হিসাবে চালু হইয়ে গেছে।

এর পর ধরুন আপনাকে কেউ মেছেজ করেছে Hi লিখে, hi লিখলে আপনারা জানেন যে hello লিখতে হয়। আমি hello  লিখে দিলাম।

এর পর ও মেছেজ দিয়ে বলল what do you do?
কিন্তু আপনি যানেন না এর মানে কি?
তখন আপনাকে একটি সফটওয়ার ব্যাবহার করে করে আপনার ইংলিশ লেখাকে বাংলা করে পড়তে হবে। সফটওয়্যার টি হলো হাইট্রান্সলেইট।
এটির মাধ্যমে আপনি যেকোন ভাষার  লেখাকে বাংলা করে পড়তে পারেন। তো বন্ধুরা কিভাবে হাইট্রান্সলেইট আপ টা সেটাপ করতে হয়,  সেটি নিয়ে একটু পরে আলোচনা করি।

এবার আশি আপনি কিভাবে বাংলা লিখবেন অটোমেটিক ইংলিশ হয়ে আপনার বন্ধুর কাছে সেন্ট হবে। আর জন্য আপনাকে কোন রকম ইংলিশ জানতে হবে না। আপনি বাংলা লিখবেন অটোমেটিক ইংলিশ হইয়ে সেন্ট হবে।

এর জন্য আপনাকে যা যা করতে হবে সেটি হলো -
আপনার কিবোর্ড এর বাম পাশে দেখুন G লেখাটি আছে, আপনি সেখানে ক্লিক করুন।

এর পর দেখুন নিচের চিত্রের মতো ট্রান্সলেট এর অপশন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। ট্রান্সলেট এ ক্লিক করার দেখুন detect language লেখা থাকবে সেখানে bangla করে দিন। আর আপনি যে ভাষা করতে চান সেটি ইংলিশ করে দিন।
এর পর আপনি যদি লেখেন, আমি এখন ভিডিও দেখতেছি তাহলে অটোমেটিক ইংলিশ হয়ে উপরে সেন্ট করার জায়গায় লেখা আসবে I am watching video now. ঠিক এইভাবে আপনি বাংলা লেখার মাধ্যমে ইংলিশে চ্যাট করতে পারবেন। আবার যদি আপনি লেখেন,  আপনি কি করতেছেন? তাহলে অটোমেটিক ইংলিশ হইয়ে আসবে what do you do?

তো বন্ধুরা,  আপনারা এইভাবেই আপনার নিজের ভাষা বাংলা এর মাধ্যমে আপনি যে কোন ভাষায় আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাট করতে পারেন।

তো বন্ধুরা,  আজকে এই পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি,  আমন্রন রইল আগামি টিউটোরিয়াল দেখার জন্য,  ধন্যবাদ সবাইকে