হেলো বন্ধুরা, সবাই কেমন আছো আছা করি অনেক ভাল আছো।
আজকের টিউটোরিয়ালে আমি মোঃ ফারুক আহমেদ।
প্রতিবারের ন্যায় আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্ব পূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হইয়েছি।
বন্ধুরা আমরা কম বেশি সবাই এন্ড্রয়েড ফোন ব্যাবহার করে থাকি। কিন্তু আপনার এন্ড্রয়েড ফোনে কোন অ্যাপ ইনিস্টল দেওয়ার সময় কি parse error এই লেখা টি দেখায়?
আপনি কি বিরক্ত বোধ করছেন?
আসলে কেন এমনটি হয়?
আমাদের মনে এমনি প্রশ্ন জেগে থাকে।
এই সমস্যার ২ টি কারন রইয়েছে।
সমস্যা - ১
বন্ধুরা, আমরা অনেক সময় বিভিন্ন লিনক থেকে বিভিন্ন ক্রাক অ্যাপ ডাউনলোড করে থাকি।
ক্রাক অ্যাপ বলতে কি বোঝায়?
ধরুন কোন একটি সফটওয়ার কোন এক কোম্পানি তৈরি করল, হয়ত বা সফটওয়ার কোম্পানি ফ্রিতে দেবেনা , হয়ত টাকা পে করে আপনাকে সফটওয়ার টি কিনতে হবে।
কিন্তু কিছু অভিজ্ঞ হ্যাকার রা সফটওয়্যার টি মডিফাই করে আপনাদের সামনে তার সফটওয়ার এর লিনক দিয়ে আপনাদের উপকার কার করে।
কিন্তু অনেক সময় সমস্যা থেকে যায়, যা এডিট করার সময় এডিটর ভুলে যায়। তার জন্যেই এমন সমস্যা হইয়ে থাকে।
সমস্যা -২
বন্ধুরা,
আবার এমন কিছু সফটওয়ার আছে সাধারন এন্ড্রয়েট ফোনে parse error এমন লেখাটি দেখায়। কিন্তু দেখা যায় আবার এন্ড্রয়েড একটু ভাল ফোনে সফটওয়ার টি ইনিস্টল নেয়। আবার ফোনে কাজ ও করে। আসলে বন্ধুরা এই সমস্যার কোন সমাধান নেই। কারন কিছু সফটওয়ার এর শর্তই দেওয়া থাকে যে version 7.0 এর উপরে থাকে হবে। তা না হলে সফটওয়ার টি কাজ করবে না। তো বন্ধুরা যদি এমন কন সমস্যা হয় থাহলে এটা আপনি কোনই সমাধান পাবেন না।
তো বন্ধুরা আজকে আমি দেখাব, সমস্যা-১ এই সমস্যা কিভাবে সমধান করবেন?
তো বন্ধুরা, সমস্যা সমাধান করার জন্য আমাদের একটি সফটওয়ার এর প্রয়োজন হবে।
সফটওয়ার টির নাম হলো App Editor pro
আমাদের কে এই সফটওয়ার এর মাধ্যমে সমস্যা টি সমাধান করতে হবে।
প্রথমে আমাদের কে App Editor pro এই সফটওয়ার এ প্রবেশ করতে হবে। এর পর নিচের চিত্র অনুযায়ী Select An App File এ ক্লিক করুন।
এর পর আপনার যে সফটওয়ার টি parse error দেখায় সেই সফটওয়ার টি Select করুন।
এর পর নিচের চিত্রের মত একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি সেখান থেকে Full Edit এ ক্লিক করুন।
এর পর দেখুন সফটওয়ার এর ফাইল গুলো ওপেন হয়েছে। এর পর আপনার কাজ হলো Files লেখা আছে সেখানে ক্লিক করুন।
এর পর একটু লক্ষ করে দেখুন আপনি যে সফটওয়ার টি ডাউনলোড করেছেন, ঠিক সেই নামে ই. apk এমন লেখা থাকবে।
উদাহরণস্বরূপ আপনি যদি youtube সফটওয়ার টি ডাউনলোড করেন। তাহলে হয়ত youtube.apk এমন লেখা থাকবে।
তো আপনি সেটাতে ক্লিক করে ইনিস্টল করে নিবেন কোন সমস্যা ছাড়াই।
তো বন্ধুরা, যদি parse error সমস্যা হয় তাহলে আপনি এই মাধ্যমে সমাধান করে নিতে পারেন।
আর যদি টিউটোরিয়াল বুঝতে না পারেন, তাহলে নিচের ভিডিও টি দেখতে পারেন।
আর বন্ধুরা, যদি টিউটোরিয়াল ভাল লাগে, তাহলে কমেন্ট করে জানাবেন। আর ইউটিউব চেনেল টি সাবস্ক্রাইব করবেন।
